প্রশ্ন: বাংলাদেশে EPZ-এর কার্যক্রম কোন সালে শুরু হয়?
উত্তর: ১৯৮৩ সালে।
প্রশ্ন: ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে?
উত্তর: তৈরি পোশাক শিল্প।
প্রশ্ন: BEPZA-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Export Processing Zones Authority.
প্রশ্ন: বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা কতটি?
উত্তর: ৮টি।
প্রশ্ন: আয়তনে বৃহত্তম সরকারি ইপিজেড কোনটি?
উত্তর: চট্টগ্রাম (৪৫৩ একর)।
প্রশ্ন: বাংলাদেশের বেসরকারি ইপিজেডের সংখ্যা কতটি?
উত্তর: ২টি।
প্রশ্ন: প্রথম সরকারি ইপিজেডের নাম কি?
উত্তর: চট্টগ্রাম ইপিজেড।
প্রশ্ন: দেশের প্রথম বেসরকারি ইপিজেডের নাম কি?
উত্তর: কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ)।
প্রশ্ন: বেপজা গভর্নর বোর্ডের চেয়ারপার্সন কে?
উত্তর: বাংলাদেশের প্রধানমন্ত্রী।